তারহীন দ্রুতগতির ইন্টারনেট সেবা ওয়াইফাই নেটওয়ার্কের মধ্যে হ্যাকিংয়ের আশঙ্কা বেশি থাকে। সম্প্রতি যুক্তরাজ্যে ছয়টি শহরে চালিত এক গবেষণায় এ তথ্য জানা গেছে। গবেষণায় দেখা গেছে, এসব শহরের ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় থাকায় বাসায় পাঁচ সেকেন্ডের মধ্যে কম্পিউটার হ্যাক করা সম্ভব! যার ফলে দেশটির ৪০ হাজার নেটওয়ার্কের মধ্যে থাকা কম্পিউটারের ব্যক্তিগত তথ্য সাইবার অপরাধীদের হাতের নাগালে। এর মধ্যে অধিকাংশ কম্পিউটারেই নেই কোনো নিরাপত্তাব্যবস্থা অথবা গোপন নম্বর।
এর পরও প্রায় ৮২ শতাংশ ব্যবহারকারী নিজের কম্পিউটারকে নিরাপদই ভাবছেন। ওয়ারল্যাস সংযোগ ধীরে ধীরে উন্নত হচ্ছে, যা ব্যবহারকারীদের জন্য বেশ সহজ। উন্মুক্ত পদ্ধতিতে এ নেটওয়ার্ক থাকায় হ্যাকাররা নির্দিষ্ট ব্যবহারকারীর ব্যক্তিগত লেনদেন, গোপন নম্বর, ব্যবহূত নাম সহজে ব্যবহারের মাধ্যমে অপরাধ করতে পারছে। প্রতিদিন ১৬ শতাংশ ব্যবহারকারী সাইবার ক্যাফে কিংবা হোটেল থেকে উন্মুক্ত পাবলিক নেটওয়ার্কে ইন্টারনেট ব্যবহার করছেন। এর মধ্যে অনেক সময়ই ভুয়া ওয়াইফাই নেটওয়ার্কের কবলেও পড়ছে। ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে আছে লন্ডন। লন্ডনের ১৪ হাজার ৯০৮টি নেটওয়ার্কের মধ্যে চার হাজার ৭৪৬টি নেটওয়ার্কের আওতায় থাকা ব্যবহারকারীরা অনিরাপদ অবস্থায় ইন্টারনেট ব্যবহার করে।
বিশেষজ্ঞ মাইকেল লিঞ্চ বলেন, উন্মুক্ত ওয়াইফাই ব্যবহার নিরাপদ নয় এবং এ নেটওয়ার্কে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কী পরিমাণ সতর্ক থাকা উচিত, তা এ গবেষণার ফলাফল থেকেই পাওয়া গেছে। স্মার্ট ফোনের বর্তমান যুগে ধীরে ধীরে বেড়েই চলেছে ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের ব্যাপ্তি। তবে এতে গুরুত্বপূর্ণ কাজগুলো করা কতটা নিরাপদ, তা গুরুত্বের সঙ্গে দেখার পরামর্শ দিয়েছেন তিনি।
No comments:
Post a Comment