বায়োস্টারের জি৪১ডি৩ মডেলের মাদারবোর্ড বাজারে নিয়ে এসেছে কম্পিউটার সোর্স লিমিটেড। ডিডিআর ৩ র্যাম-সমর্থিত এ মাদারবোর্ডে রয়েছে বিল্টইন রিয়েলটেক ল্যানকার্ড, ইউএসবি পোর্ট ইত্যাদি। মাদারবোর্ডটি কোর টু ডুয়ো, কোর টু কোয়াড, পেন্টিয়াম ও সেলেরন প্রসেসর সমর্থন করে। দাম তিন হাজার ৩৫০ টাকা
No comments:
Post a Comment