ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার (ব্রাউজার) মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা ইচ্ছে করলে ব্রাউজার থেকে সহজেই টিভি দেখতে পারেন। এজন্য ‘টিভি ফক্স’ নামের একটি প্রোগ্রাম (অ্যাড-অনস) ইনস্টল করে নিতে হবে।
প্রোগ্রামটি দিয়ে অনেকগুলো টিভি চ্যানেল অনলাইনে সরাসরি দেখা যাবে। প্রোগ্রামটি http://addons.mozilla.org/en-US/firefox/addon/11200/ ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিন। এখন ফায়ারফক্স পুনরায় চালু করুন। দেখুন ব্রাউজারের অ্যাড্রেসবারের নিচে সবুজ ও নীল রঙের টিভির দুটি আইকন এসেছে। নীল রংয়ের টিভির আইকনটিতে ইংরেজি বর্ণমালা অনুযায়ী পৃথিবীর বিভিন্ন দেশের নাম রয়েছে। এখান থেকে আপনি বিশ্বের বিভিন্ন দেশের টিভি চ্যানেল দেখতে পারবেন।
সবুজ রঙের টিভির আইকনে বিনোদন, খেলা, সিনেমা, সংগীত, সংবাদ ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী টিভি চ্যানেল রয়েছে। এখান থেকে পছন্দের ক্যাটাগরির টিভি চ্যানেল দেখতে পারবেন।
No comments:
Post a Comment