ধীরে ধীরে বেড়েই চলছে ট্যাবলেট পিসির বিক্রি। বর্তমানে যেভাবে নতুন এ পিসি বিক্রি হচ্ছে, সে অনুযায়ী চলতি বছরের শেষভাগে এ সংখ্যা হবে প্রায় এক কোটি ৯৫ লাখ! গবেষণাপ্রতিষ্ঠান গার্টনারের মতে, বিক্রির এ হার অব্যাহত থাকলে ২০১৪ সালে এ সংখ্যা হবে প্রায় ২০ কোটি ৮০ লাখ! বর্তমানে বাজারে অ্যাপলের আইপ্যাড, ডেল, এইচপির এইচপিকিউ, স্যামসাংসহ সিসকোর তৈরি ট্যাবলেট পিসি চলছে।
সহজে ব্যবহার উপযোগী এবং দারুণ সব বৈশিষ্ট্যের জন্য ট্যাবলেট পিসির অবস্থান শক্ত হচ্ছে এবং তা আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, যার ফলে আগামী বছরের মধ্যেই প্রায় পাঁচ কোটি ৪০ লাখ ট্যাবলেট পিসি বিক্রির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। একসঙ্গে সহজে সব সেবা দিতে এসব ট্যাবলেট পিসিতে যুক্ত হচ্ছে গান শোনার সুবিধা, গেম খেলাসহ প্রয়োজনীয় কাজের জিনিসপত্র। নতুনভাবে যাতে ব্যবহারকারীরা ট্যাবলেট পিসিকে মিডিয়া প্লেয়ারের মতো করেও ব্যবহার করতে পারেন, সে জন্য যুক্ত হচ্ছে নতুন নতুন বৈশিষ্ট্য। শিগগির আরও নতুন সব সুবিধা নিয়ে বাজারে আসার প্রস্তুতি নিচ্ছে সাত ইঞ্চির ট্যাবলেট পিসি!
ট্যাবলেট পিসির এমন ক্রমাগত জনপ্রিয়তার ফলে এর পাশাপাশি নোটবুকগুলোর ক্ষেত্রে কিছুটা হতাশ তৈরি প্রতিষ্ঠানগুলো। এর প্রভাবে এর পাশাপাশি নতুন বিভিন্ন পণ্যও তাদের অবস্থান হারাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, নতুন প্রজন্মের সব সুবিধা থাকায় ট্যাবলেট পিসিই হবে ভবিষ্যতের অন্যতম জনপ্রিয় যন্ত্র
No comments:
Post a Comment