সিঙ্গার এবার নিয়ে এল উন্নত প্রযুক্তির সিঙ্গটেক কম্পিউটার। ইন্টেল প্রসেসর এবং স্যামসাং এলসিডি মনিটরসমৃদ্ধ সিঙ্গটেক কম্পিউটার বর্তমানে ‘সিঙ্গটেক স্ট্যান্ডার্ড’ এবং ‘সিঙ্গটেক প্রো’ দুটি মডেল বাজারে পাওয়া যাচ্ছে। মাসব্যাপী বিশেষ অফারের আওতায় সিঙ্গটেক কম্পিউটারের সঙ্গে পাওয়া যাবে সিঙ্গটেক স্পিকার এবং চার গিগাবাইট পেনড্রাইভ।
সিঙ্গটেক স্ট্যান্ডার্ডের দাম ৩৪ হাজার টাকা এবং সিঙ্গটেক প্রোর দাম ২৮ হাজার ১০০ টাকা।
No comments:
Post a Comment